আবু রায়হান দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়া-৩(আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের মহাজোট প্রার্থীর লাঙ্গল মার্কার কর্মী আলমগীর হোসেনের মোটারসাইকেল পোড়ানোর মামলায় পুলিশ গত বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে ৭জন নাশকতাসৃষ্টিকারীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন রেজাউল করিম(৪৫), র“হুল আমিন তালুকদার বাবু(৩৮), রব্বানী মন্ডল(২৫), রকি আহম্মেদ(৩০), আসাদুজ্জামান বিস্কুট(৫০), রায়হান আলী(৩২) ও আশরাফ আলী(৫৩)।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মিজানুর রহমান জানান, মোটরসাইকেল পোড়ানোর ঘটনায় আরও ৭জন নাশকতাসৃষ্টিকারীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর৭১/ইঃ