উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল: নড়াইল-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার গণসংযোগের সময় গাড়িবহরে দায়িত্বরত ডিবি পুলিশের এএসআই মনিরুজ্জামান মনির (৪০) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিকিৎসক মোহাইমিন জিসান তাকে মৃত ঘোষণা করেন। এর আগে লোহাগড়ার দেবী এলাকায় মাশরাফির গাড়িবহরে থাকা অবস্থায় এএসআই মনির হৃদরোগে আক্রান্ত হন। এ ঘটনায় হাসপাতালে এসে কান্নায় ভেঙ্গে পড়েন মাশরাফি বিন মর্তুজাসহ গাড়িবহরে থাকা দলীয় নেতাকর্মী, সমর্থক ও পুলিশের অন্য সদস্যরা। এরপর গণসংযোগ করেন মাশরাফি। এদিকে এএসআই মনিরের সহকর্মীরা, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে জানান, নড়াইল সদর থানা থেকে প্রায় দুইমাস আগে জেলা গোয়েন্দা পুলিশে (ডিবি) যোগদান করেন মনির। তার বাড়ি যশোরের বাঘারপাড়াতে। মনিরের তানহা (৮) নামে এক সন্তান রয়েছে। আর আগামি ৫ জানুয়ারি (২০১৯) তার দ্বিতীয় সন্তান ভ‚মিষ্ঠ হওয়ার কথা ছিল। তার আগেই মারা গেলেন এএসআই মনির। আগত সন্তানের মুখ দেখা হলো তার। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩টা ৪৫ মিনিটে সাস্থ্যকমপ্লেক আনলে কর্তব্যরত মারা গেলেন।
খবর৭১/ইঃ