উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে আসন্ন জাতীয় একাদশ সংসদ নির্বাচনে কর্মরত সকল পুলিশ অফিসার ও ফোর্সদের সঙ্গে এক নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শূক্রবার (২৮ ডিসেম্বর) সকাল ১০:০০টায় নড়াইল পুলিশ লাইনের প্যারেট গ্রাউন্ড ময়দানে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। ব্রিফিং এ পুলিশ সুপার মোহাম্মদ জসিদ উদ্দিন(পিপিএম)র সভাপতিত্বে উক্ত ব্রিফিং এ আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মনির (পিবিআই), পুলিশ সুপার মোহাম্মদ রেজা (পিবিআই), অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরিফুদ্দিন আহম্মেদ (সদর সার্কেল) সহ নড়াইল পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও ফোর্সগণ। এ সময় আরো উপস্থিত থাকেন বিভিন্ন জেলার কর্মকর্তা ও ফোর্সসহ আনসার সদস্যরা ও নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়। আসন্ন জাতীয় একাদশ সংসদ নির্বাচন যে কোনো মূল্যেই সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে করতে হবে। ভোটকেন্দ্রে ভোটদিতে আসা জনগণের জানমালের নিরাপত্তা বিধানের লক্ষে বিভিন্ন স্থানে প্রয়োজনানুপাতে ফোর্স নিয়োজিত করতে হবে বলে নির্দেশ প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম)। আসন্ন জাতীয় একাদশ সংসদ নির্বাচনে যেন কোনো প্রকার বিশৃক্সখলা না ঘটে এ লক্ষে নড়াইল জেলা পুলিশের একাধিক টিম ইতোমধ্যে মাঠে নেমে পড়েছে। নির্বাচনী সহিংসতা রোধে মোবাইল টিম গঠন করে তাদেরকে নির্ধারিত কর্ম এলাকায় প্রেরণের জন্য প্রস্তুত করা হয়েছে। কোনো প্রকার সহিংসতার আভাস পেলে তৎক্ষণাৎ এ্যাকশান গ্রহণের জন্যও সকলকে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিভিন্ন জেলা থেকে আগত সদস্যরাও তাদের মতামত ব্যক্ত করেন। নির্বাচনী উপকরন সুষ্ঠুভাবে সকল নির্বাচনী কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য কঠোর সর্তকর্তা অবলম্বন করতে বলা হয়েছে দায়িত্বরত কর্মকর্তাদের। নির্বাচনী এলাকায় বা কোনো কেন্দ্রে যদি কেউ কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটায় বা ঘটানোর চেষ্টা করে তবে তাদের কঠোর হস্তে দমন করতে হবে। এ ব্যপারে কাউকে ছাড় দেওয়া হবে না। দলমত নির্বিশেষে সকলকে ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে। কোন লোক যেন তার ভোটাধিকার থেকে বঞ্চিত না হয় সে দিকে খেয়াল রাখার পরামর্শ দেওয়া হয় সকলকে।
খবর৭১/ইঃ