সিলেটে বিএনপি নেতা জামালকে সাদা পোশাকে তুলে নেয়ার অভিযোগ

0
459

খবর৭১ঃ সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আবদুল আহাদ খান জামালকে তুলে নিয়ে গেছে সাদা পোশাকের লোকজন বলে অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নগরীর জিন্দাবাজার পয়েন্ট এলাকা থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়।

পরিবারের সদস্যরা জানান, আবদুল আহাদ খান জামালের অন্য নেতাকর্মীদের সঙ্গে জিন্দাবাজারের একটি রেস্টুরেন্ট থেকে রাতের খাবার খেয়ে বের হচ্ছিলেন। এসময় সাদা পোশাকে পুলিশ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।

এ ব্যপারে সিলেট কোতোয়ালী থানার ওসি মো. সেলিম মিয়ার সঙ্গে মোবাইলফোনে একাধিক যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here