দিরাই বাজারে নাছির চৌধুরীর সমর্থনে মাহবুব চৌধুরীর গণসংযোগ

0
342

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ-২ আসনের বিএনপির প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী ও ধানের শীষে সমর্থনে দিরাই বাজারে দিনব্যাপী ব্যাপক গণসংযোগ করেন সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা মাহবুব চৌধুরী । এ সময় তিনি নির্বাচন কমিশন ও পুলিশের ভূমিকা নিন্দা করে সরকারের দুঃশাসন হামলা, মামলা, লুটপাটের চিত্র তুলে ধরেন । দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, গনতন্ত্র লালন, শান্তি ও সমৃদ্ধির জন্য ৩০ তারিখ ভোর থেকে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শীষে ভোট দেয়ার আহবান জানান। গনসংযোগ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দিরাই গালর্স স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হক মিয়া, দিরাই পৌর সভার ১ নং ওয়ার্ডে কাউন্সিলর ইদন মিয়া, দিরাই পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বিার মিয়া, উপজেলা যুবদলের প্রচার সম্পাদক সুমন মিয়া, জিল্লুর মিয়া, আলামীন চৌধুরী প্রমুখ।উল্লেখ্য, মাহবুব চৌধুরী সুনামগঞ্জ ২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এর আগের তিনি উপজেলার করিমপুর ইউনিয়নে দিনে ও রাতে গনসংযোগ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here