লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি
নড়াইল-২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী জাতীয় ক্রিকেট দলের ওয়াডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা মঙ্গলবার (২৫ডিসেম্বর) লোহাগড়া উপজেলার বিভিন্ন গ্রামে দিনব্যাপী গণসংযোগ,পথসভা করেছেন।
জানা গেছে, মঙ্গলবার সকালে মাশরাফি এড়েন্দা বাস স্ট্যান্ডে, ঝিকড়া গ্রামে, আমাদা, কোলা, দিঘলিয়া,বড়দিয়া এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। বিকালে কোটাকোল ইউপির মাইগ্রাম-মাটিয়াডাঙ্গা কলাগাছি আশ্রয়ন প্রকল্পের মাঠে সৌদি প্রবাসী তেলকাড়া গ্রামের যুবলীগ নেতা এস,এম মিজানুর রহমান মিজান আয়োজিত বিশাল জনসভায় মাশরাফি প্রধান অতিথির বক্তব্য রাখেন। ইউপি মেম্বর মোঃ শহিদুল ইসলাম মোল্যার সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি সিকদার আজাদ রহমান, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম মুন, পৌর আওয়ামীলীগ সভাপতি কাজী বনি আমিন, আওয়ামীলীগ নেতা মোঃ আবুল হোসেন, নান্টু সিকদার, যুব মহিলা লীগের সদস্য জাফরিয়া আক্তার ঝুমা প্রমুখ।
মাশরাফি তাঁর বক্তব্যে বলেন, আপনারা আমাকে ভোট দেবেন, আমি আপনাদের উন্নয়ন দেবো। সবাই মিলে সুন্দর নড়াইল গড়বার প্রত্যয় ব্যক্ত করেন মাশরাফি। জনসভাস্থলে পৌঁছালে হাজারো নারী-পুরুষ মাশরাফিকে ফুল দিয়ে বরণ করে নেন। প্রবাসী মিজানুরের স্ত্রী ঝুমা প্রিয় মাশরাফিকে ফুল দিয়ে তৈরী মনোরম দৃশ্যের নৌকা উপহার দেন। মাশরাফি ভালোবাসা ও আবেগে আপ্লুত হয়ে প্রবাসী মিজানুরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে আহবান জানান।