শায়েস্তাগঞ্জে পিকআপভ্যানের চাপায় নিহত ১, আহত ৫\

0
379

মঈনুল হাসান রতন হবগিঞ্জ প্রতনিধিঃ হবগিঞ্জরে শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর বাইপাস সড়ক মোড়ে পিকআপ চাপায় ১জন নিহত হয়েছে, গুরুতর আহত হয়েছে আরও ৫ জন। বুধবার ১৯ ডিসেম্বর ভোর ৬টার দিকে উল্লেখিত স্থানে এ ঘটনাটি ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হবিগঞ্জ থেকে শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ বাইপাস সড়ক অভিমুখী একটি মালবাহী পিকআপ ভ্যান কলিমনগর তেমুনীয়া অতিক্রমকালে দোকানের সামনে দাড়ানো অবস্থায় ৫ জন পথচারীকে চাপা দিয়ে পাশের দোকানে ঢুকে পড়ে। এতে দোকানঘরটি দোমড়েমোচড়ে যায় এবং ঘটনাস্থলে ১জন পথচারী নিহত হয় এবং অপর ৫ জন গুরুতর আহত হয়েছে। নিহত ছায়েদ আলী (৪৫) উপজেলার চরহামুয়া গ্রামের মৃত সুন্দর আলীর পুত্র। গুরুতর আহত আবুল হাসিম নিহতের চাচাত ভাইসহ ৩জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত উপজেলার দক্ষিন চরহামুয়া গ্রামের দুলালসহ অপর একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় উপস্থিত জনতা ভোর ৬ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত দেহ উদ্ধার করে ও স্থানীয় লোকজনকে সরিয়ে দিয়ে সড়কে যান চলাচলে সাভাবিক অবস্থা ফিরিয়ে আনে। স্থানীয় ইউপি মেম্বার শামিমুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ সময় স্থানীয় জনতা প্রশাসনের নিকট কলিম নগর বাইপাস সড়ক মোড়ে স্পিড ব্রেকার নির্মাণের দাবী জানান।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here