খবর৭১:নিজস্ব প্রতিবেদক গোদাগাড়ীঃরাজশাহীর গোদাগাড়ীতে বিজিবির ট্রাক ও একতা ট্রান্সপোর্টের কাভার্ড ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুই গাড়ীর চালকসহ তিনজন আহত হন। আহতের মধ্যে দুইজনকে রাজশাহী মেডিকলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরজনকে গোদাগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্র ভর্তি করা হয়।গোদাগাড়ী থানার ওসি জাহাঙ্গীর আলম জানায়, মঙ্গলবার পৌনে ৪টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ী পৌরসভার সিএন্ডবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও দমকল কর্মীরা গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।ওসি জানান, নির্বাচনী নিরাপত্তায় নিয়োজিত বিজিবি সদস্যদের গোদাগাড়ী মহিলা ডিগ্রী কলেজে রেখে তাদের ট্রাকটি রাজশাহী ফিরছিল। এ সময় পথে অপরদিক থেকে আসা কাভার্ড ট্রাক সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই ট্রাকের চালকসহ তিনজন আহত হয়েছেন।আহতরা হলেন, বিজিবি সদস্য সাইফুর রহমান ও বিজিবির ট্রাকের চালক জহির উদ্দিন। তবে কাভার্ড ভ্যানের চালকের নাম জানা যায়নি।
খবর৭১/জি