রাকিব হাসান, পটুয়াখালী প্রতিনিধি ঃ
কুয়াকাটা লেম্বুরচর মাঝি বাড়ি সংলগ্ন সী-বিচ এলাকা থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বেলা দেড়টায় মাঝি বাড়ি সংলগ্ন বেড়ি বাঁধের ব্লকের ভিতর থেকে ওই যুবকের লাশ উদ্ধার কওে পুলিশ।
নিহতের সাথে থাকা মোটর সাইকেলের ড্রাইভিং কাগজপত্র থেকে তার নাম কাওসার (২২) বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে পুলিশ।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, নিহতের বাড়ী জেলার মির্জাগঞ্জ উপজেলার দেউলীতে।
তার পিতার নাম ফারুক হাওলাদার।
নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করা হয়েছে।
ওসি আরও জানান, নিহত যুবককে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা শেষে তার লাশ দুর্বৃত্তরা ফেলে রেখেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করছে পুলিশ।
এ ব্যাপারে মহিপুর থানায় অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়েছে বলে জানান তিনি।
খবর৭১/ইঃ