মুকুরুল ইসলাম মিন্টু চৌগাছা (যশোর)ঃযশোরের চৌগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারী ও পাশাপোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের এবং চৌগাছা পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালেককে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। মাওলানা আব্দুল কাদের উপজেলার পাশাপোল ইউপির সাবেক চেয়ারম্যান এবং দশপাকিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের শিক্ষক। আর মাওলানা আব্দুল খালেক পৌর এলাকার ২ নং ওয়ার্ডের পাঁচনামনা মহল্লার মৃত আমজাদ হোসেনের ছেলে ও হাজরাখানা পীর বলুহ দেওয়ান দাখিল মাদরাসার সহকারী মৌলভি শিক্ষক। চৌগাছা থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) আকিকুল ইসলাম বলেন, আটকৃতরা একটি নাশকত মামলার আসামী। মঙ্গলবার তাদেরকে আটক করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
এদিকে নির্বাচনের প্রতীক পাওয়ার পর যখন প্রধান দুই জোটের প্রার্থীদের প্রচার প্রচারনা তুঙ্গে ঠিক সেই মুহুর্তে ২০ দলীয় জোটের অন্যতম শরীক দল জামায়াতের দুই শীর্ষ নেতার আটকের খবরে আতংক ছড়িয়ে পড়েছে দলের নেতাকর্মীদের মাঝে। সুষ্ঠু নির্বাচনের লক্ষে এ ধরনের গ্রেফতার থেকে বিরাত থাকার জন্য উপজেলা ২০ দলীয় জোট নেতৃবৃন্দ নির্বাচন কমিশনের সুদৃষ্টি কামনা করেছেন।
খবর৭১/এসঃ