শরীয়তপুর-২ আসনে আ.লীগের প্রার্থী  শামীমকে বিজয়ী করতে রাজনগরে কর্মীসভা

0
382
শরীয়তপুর প্রতিনিধি:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীমকে বিজয়ী করতে শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের আওয়ামীলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ ডিসেম্বর ২০১৮) সন্ধ্যায় নড়িয়ার রাজনগর ইউনিয়নের আন্ধার মানিক বাজারে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। রাজনগর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি নুর ইসলাম মীর মালতের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, রাজনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আলীমুজ্জামান মীর মালত, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক আক্তারুজ্জামান জুয়েল, সহ-সম্পাদক সৈয়দ হেমায়েত হোসেন, সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার হারুন অর রশীদ মীর মালত, রাজনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুলতান মাদবর, রাজনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মজিবর রহমান মেলকার, আওয়ামীলীগ নেতা শফিকুর রহমান সোহেল মোড়ল,  যুবলীগ নেতা মাসুদ রাড়ী, রাজনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার মীর মালত, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা মনির হোসেন, রাজনগর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক স্বপন দেওয়ান প্রমূখ।
সভায় বক্তরা বলেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। আর শরীয়তপুর-২ তথা নড়িয়া-সখিপুরের ব্যাপক উন্নয়নের লক্ষে এনামুল হক শামীমকেই এমপি হিসেবে প্রয়োজন। জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা মার্কার প্রার্থী এনামুল হক শামীম বিপুল ভোটে বিজয়ী করতে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। যাতে তিনি আরও উচ্চ আসনে অধিষ্ঠিত হতে পারেন। তাহলে এলাকার উন্নয়ন আরও তরান্বিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here