নড়াইল-১ আসনে আ,লীগের কবিরুল হক ও বিএনপির জাহাঙ্গীর বিশ্বাস চূড়ান্ত মনোনয়ন পেলেন

0
901

ইকবাল হাসান,লোহাগড়া(নড়াইল)॥
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নড়াইল-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন বিশ্বাস জাহাঙ্গীর আলম। তিনি নড়াইল জেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্বাস জাহাঙ্গীর আলম দলীয় মনোনয়ন পেলেও এ আসনে সাজ্জাদ হোসেন নামে অপর দুজনও দলীয় মনোনয়নের টিকিট পান। অবশেষে শনিবার চূড়ান্ত মনোনয়ন চিঠি হাতে পেলেন বিশ্বাস জাহাঙ্গীর আলম। তিনি বলেন, নিরপেক্ষ ভোট হলে ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হবো।

অপরদিকে,নড়াইল-১ আসনে আওয়ামীলীগের চূড়ান্ত মনোনয়ন পেলেন বারবার নির্বাচিত সংসদ সদস্য বি,এম কবিরুল হক মুক্তি। গত শুক্রবার সকালে তিনি দলের সভানেত্রী স্বাক্ষরিত মনোনয়নপত্রের চূড়ান্ত চিঠি হাতে পেয়েছেন। বি,এম কবিরুল হক মুক্তি আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ায় নড়াইল-১ নির্বাচনী এলাকায় চলছে উৎসব-আমেজ। কালিয়া ও নড়াগাতি থানার বিভিন্ন গ্রামের পাড়ায় পাড়ায় কবিরুল হক মুক্তির সমর্থকরা মিষ্টি বিতরণ করেছে। উল্লেখ্য, আওয়ামীলীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিকদল জাসদের কেন্দ্রীয় কমিটির একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়াকে ও এআসনে আওয়ামীলীগের মনোনয়ন দেয়া হয়। বি,এম কবিরুল হক মুক্তি বলেন, এ বিজয় দলের সভানেত্রীর। এলাকার মানুষ স্বতস্ফুর্তভাবে নৌকায় ভোট দিয়ে সফল প্রধানমন্ত্রী দলের সভানেত্রী শেখ হাসিনাকে এ আসনটি উপহার দেবে।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here