ইন্দোনেশিয়ার গোলযোগপূর্ণ পাপুয়া প্রদেশে সম্প্রতি সেনা অভিযান

0
311

খবর৭১:ইন্দোনেশিয়ার গোলযোগপূর্ণ পাপুয়া প্রদেশে সম্প্রতি সেনা অভিযান শুরু হয়েছে। সে এলাকায় বেশ কয়েকজন নির্মাণ শ্রমিককে হত্যার ঘটনা ঘটেছে।

এর পরেই সন্দেহভাজন হত্যাকারীকে ধরতে বুধবার অভিযান শুরু করেছে সেনাবাহিনী।
সে এলাকায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সেনাবাহিনীর কাছে এক প্রত্যক্ষদর্শী ব্যাপক হত্যাযজ্ঞের বর্ণনা দিয়েছে।

ঘটনাটি নিশ্চিত হলে এই অঞ্চলে এটাই হবে কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ সহিংসতার ঘটনা। এখানে কয়েক দশক ধরে স্বাধীনতার জন্য বিদ্রোহী তৎপরতা চলছে।

নাডুগায় প্রায় ১৫০ সেনা সদস্য অভিযানে অংশ নিয়েছে। পিছিয়ে পড়া অঞ্চলটির অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে সরকারি মালিকানাধীন কন্ট্রাক্টর ইসতাকা কারিয়ার কর্মীরা সেতু ও রাস্তা নির্মাণ করছেন।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here