খবর৭১:সম্প্রতি পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসির শীর্ষ সম্মেলনে অংশ নেয়ার জন্য কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানিকে দাওয়াত দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।
আগামী ৯ ডিসেম্বর সৌদি আরবের রাজধানী রিয়াদে এ সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে। সেজন্যেই কাতারের আমিরকে লিখিত দাওয়াত দেওয়া হয় সৌদি বাদশাহর পক্ষ থেকে।
শেখ তামিম সৌদি আরবে অনুষ্ঠেয় ওই সম্মেলনে যোগ দেবেন কিনা তা এখনো জানা যায়নি।
খবর৭১/জি