নিউ ক্যালেডোনিয়ায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

0
336

খবর ৭১ঃ
নিউ ক্যালেডোনিয়া উপকূলে বুধবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূপৃষ্ঠের স্বল্প গভীরে আঘাত হানা ভূমিকম্পটির রিখটার স্কেলে তীব্রতা ছিল ৭.৫। এতে সুনামি সতর্কতা জারি এবং লোকজনকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। খবর এএফপি’র।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানায়, এ অঞ্চলে সুনামি ঢেউ ‘পর্যবেক্ষণ’ করা হচ্ছে। তবে কোথায় সে ব্যাপারে কিছু বলা হয়নি।
সতর্কীকরণ কেন্দ্র থেকে আরো বলা হয়, সর্বোচ্চ তিন মিটার উচ্চতার সামুদ্রিক ঢেউয়ের আঘাত হানার সম্ভাবনা থাকায় নিউ ক্যালেডোনিয়ার বাসিন্দাদের দ্রুত বিভিন্ন আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

তবে নিউ ক্যালেডোনিয়া ও পার্শ্ববর্তী ভানুয়াতুর লোকজন জানায়, তাদের কাছে ভূমিকম্প অনুভূত হয়নি। ভানুয়াতুতে তাৎক্ষণিকভাবে সুনামি সতর্কীকরণের সাইরেন বাজানো হয়নি। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নউমিয়ার ৩শ’ কিলোমিটার পূর্বে।

এদিকে নিউজিল্যান্ড কর্তৃপক্ষ এ ভূমিকম্পের পর একই ধরনের সুনামি সতর্কতা জারি করেছে। ভূমিকম্পের ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here