খবর ৭১: সবার জন্য সমানভাবে আইন প্রয়োগ না হলে নির্বাচন কলঙ্কিত হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুদার।
সোমবার সকালে একটি প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।
ইসি মাহবুব বলেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারি কর্মকর্তাদের সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনে দায়িত্ব পালনে শিথিলতা বরদাস্ত করা হবে না।
তিনি বলেন, সবার জন্য সমানভাবে আইন প্রয়োগ না হলে নির্বাচন কলঙ্কিত হবে।