খবর৭১:গাজা সীমান্তে শুক্রবার এক বিক্ষোভকালে ইসরায়েলি সৈন্যদের গুলিতে অন্তত ১৪ ফিলিস্তিনী আহত হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। গত সপ্তাহের অস্ত্রবিরতি চুক্তির পর এই সহিংসতা ঘটল।
বিক্ষোভকারীরা নিরস্ত্র ছিল। হাজার হাজার লোক বিক্ষোভে অংশ নেয়। অধিকাংশই সীমান্ত থেকে দূরে ছিল।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেন, সীমান্তে ইসরায়েলি বাহিনীর গুলি বর্ষণের ঘটনায় ১৪ জন আহত হয়েছে। আহতদের মধ্যে এক শিশু রয়েছে। শিশুটি গাজা ভূখণ্ডের মধ্যাঞ্চলে আল-বুরেইজ শরণার্থী শিবিরের পূর্বাঞ্চলে বুকে গুলিবিদ্ধ হয়।
অভিযোগ করা হয়েছে, বিক্ষোভকারীরা ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে জ্বলন্ত চাকা বা দাহ্য বহনকারী বেলুন ছুঁড়ে মারে।
সর্বশেষ মিশরের মধ্যস্থতায় অস্ত্রবিরতি ১৩ নভেম্বর ভেঙ্গে যায়। এরপর টানা দ্বিতীয় শুক্রবার এ ধরনের বিক্ষোভ ও গুলিবর্ষণের ঘটনা ঘটল।
খবর৭১/জি