রাব্বুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় সড়ক দূর্ঘটনায় তেহের আলী মন্ডল (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে উপজেলার শেখপাড়া বাজারে।
জানা যায়, বৃহস্পতিবার সকালে শেখপাড়া বাজারে রুপসা পরিবহনের কে,এম, এন্টার প্রাইজ নামক (যশোর- ব ১১- ০১১০) বাসটি এক বৃদ্ধকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত তেহের আলী শেখপাড়া গ্রামের মৃত জব্বর আলী মন্ডলের ছেলে।
বাসটি আটক করা হলেও ড্রাইভার ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি।
বাসের যাত্রীরা জানায়, ড্রাইভারকে একহাতে স্টিয়ারিং ও অন্যহাতে আঁখ খেতে দেখে বার বার সতর্ক করা হয়। তারপরও শোনেননি চালক বরং গাড়ির গতি ছিল বেশী।
শৈলকুপা থানার ওসি কাজী আয়ুবুর রহমান ও ত্রিবেনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহুরুল হক খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মৃতদেহটি উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানায়।
খবর৭১/ইঃ