খবর ৭১:
মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ১৩ নং চান্দগাঁও শাখা এবং জি,এ,এম গ্রুপের উদ্দ্যেগে গত ১৯
নভেম্ভর সোমবার বাদে এশার হইতে নগরীর সাবানঘাটাস্থ চত্বরে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দঃ)
উপলক্ষ্যে এশায়াত মাহফিল ও কাগতিয়া দরবারের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ আওলাদে মোস্তফা খলিফায়ে রাসূল
হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হু স্মরণে আয়োজিত এ মোশায়ারা মাহফিল আলহাজ্ব
শহীদুল করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনিরীয়া যুব
তবলীগ কমিটি বাংলাদেশ ওলামা পরিষদের সম্মানিত সহ-এশায়াত সম্পাদক হযরতুলহাজ্ব মওলানা মুহাম্মদ
ফোরকান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ওলামা পরিষদের সদস্য মৌলানা
শাহ্জাহান নোমান, চান্দগাঁও ১৩ নং শাখার সভাপতি মোঃ সেলিম,সাধারণ সম্পাদক মোঃ হাসান,১২নং
শাখার সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান ও ৬১ নং জেদ্দা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ শওকত ইমরান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন , মুসলিম বিশ্বের এ ক্রান্তি লগ্নে কাগতিয়ার গাউছুল আজম (রাঃ)’র
তরিক্বতই শান্তির বার্তা পৌঁছাতে পারে। কেননা গাউছুল আজম (রাঃ)’র তরিক্বতে রয়েছে সিনা-ব-সিনা
তাওয়াজ্জুহ্র মাধ্যমে নবী (দঃ)’র বাতেনী নূর প্রক্ষেপণ করে মানবাত্মাকে পরিশুদ্ধ ক্বলব তৈরি করে আল্লাহর
জিকির চালু করতে পারে। এছাড়া ফয়েজে কোরআন, দৈনিক এগারোশত এগারো বার দরূদে মোস্তফা (দঃ)
পাঠ, তাহাজ্জুদ আদায়, জিকরে জলী ইত্যাদি আদায়ের মাধ্যমে একজন মানুষ ইনসানে কামেলে পরিণত
হয়।