পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় প্রভাবশালী একটি মহলের বিরুদ্ধে সরকারি পুকুর পাড়ের গাছ কর্তন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ হয়েছে। অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার পূর্ব গজালিয়া গ্রামের মৃত বাবর আলীর ছেলে আব্দুল বারিক গংরা পূর্ব গজালিয়ার নূরানী হাফিজিয়া মাদরাসা সংলগ্ন সরকারি পুকুর ও ইটের রাস্তার পাশ থেকে দুইটি শিরিষ গাছ কর্তন করেছেন। এ ঘটনায় এলাকাবাসী বাদি হয়ে ১১জনকে বিবাদী করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছে।