হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার বিভিন্ন আসন থেকে মনোনয়নপত্র ক্রয় করেছেন ১২ সম্ভাব্য প্রার্থী। গতকাল রবিবার বিকেল পর্যন্ত এসব মনোনয়নপত্র ক্রয় করা হয়। জেলা নির্বাচন অফিস ও বিভিন্ন সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নাজিম উদ্দিন জানান, হবিগঞ্জ-১ আসনে জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব আতিকুর রহমান আতিক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রিন্সিপাল মাওলানা আবু হানিফা আহমদ হোসেন, হবিগঞ্জ-২ আসনে জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক শংকর পাল ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আলহাজ্ব আবুল জামাল মাসউদ হাসান, হবিগঞ্জ-৩ আসনে জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমুদুল হক (স্বতন্ত্র), জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব আতিকুর রহমান আতিক, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ডাঃ আহমুদুর রহমান আবদাল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক সেলিম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মহিব উদ্দিন আহমেদ সোহেল, হবিগঞ্জ-৪ আসনে খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা শেখ শামসুল আলম।
খবর৭১/ইঃ