মঈনুল হাসান রতন হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবল উপজেলার মৌছাক নামক স্থানে মাটি ভর্তি ট্রাকচাপায় স্কুলছাত্র সিয়াম (৭) নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাক চালক আব্দুল হান্নাকে আটক করেছে পুলিশ। শনিবার (১৭ নভেম্বর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সিয়াম উপজেলার করিমপুর গ্রামের স্কুল শিক্ষক ইউসুফ আলী পুত্র। সে স্থানীয় সৃজন বিদ্যাপিঠ স্কুলের প্রথম শ্রেণির ছাত্র। স্থানীয় সূত্র জানায়, সিয়াম স্কুল থেকে বাড়ি ফেরার পথে মাটি বোঝাই একটি ড্রাম ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। বাহুবল মডেল থানার অফিসার ইনর্চাজ মোঃ আলমগীর হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
খবর৭১/ইঃ