খবর ৭১: মিরসরাইয়ে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৬ নভেম্বর) বৌদ্ধদের জাতীয় ও ধর্মীয় উৎসব কঠিন চীবর দানোৎসব উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজন করে উপজেলার ১৪ নম্বর হাইতকান্দি ইউনিয়নের দমদমা-নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহার কতৃপক্ষ। বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কৃষিবিদ পুস্পেন্দু বড়ুয়ার সার্বিক তত্বাবধানে বিকেলে দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে মঙ্গলাচরণ করেন দমদমা-নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহারের আবাসিক ধর্মপ্রিয় ভিক্ষু। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ধর্মকীর্তি ইন্টারন্যাশনাল পীচ এন্ড প্রোগ্রেস সোসাইটির প্রতিষ্ঠাতা বিশ্বনাগরিক ড. ধর্মকীর্তি মহাস্থবির। অনুষ্ঠানে সংবর্ধিত করা হয় রাউজান বিনাজুরী মিলনারাম বিহারের অধ্যক্ষ বিনয়পাল মহাস্থবিরকে। এসময় প্রধান সদ্ধর্মদেশক ছিলেন রাউজান আংকুরীঘোনা জেতবনারাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সত্যপাল স্থবির, বিশেষ সদ্ধর্মদেশক ছিলেন চট্টগ্রাম হালিশহর নৈরঞ্জনা বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ জ্ঞানরত্ন মহাস্থবির, বেতাগী ধর্মানন্দ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ এস. ধর্মমিত্র স্থবির। বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. গিয়াস উদ্দিন। এছাড়া সম্মাননা জানানো হয় দমদমা পশ্চিমপড়ার রবিসেন বড়ুয়া ও দমদমা দিঘীরপাড়ার আভারণী বড়ুয়াকে। এরআগে প্রথমপর্বের অনুষ্ঠানে মঙ্গলাচরণ করেন সংঘপ্রিয় শ্রামণ ও জিনকীর্তি শ্রামণ। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন দমদমা-নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহারের আবাসিক নন্দপ্রিয় ভিক্ষু। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ মহাবোধি বিহার কমপ্লেক্স ও আন্তর্জাতিক ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ লোকানন্দ মহাস্থবির। এসময় প্রধান সদ্ধর্মদেশক ছিলেন গহিরা বোধি বিহারের অধ্যক্ষ লোকাবংশ স্থবির, বিশেষ সদ্ধর্মদেশক বোয়ালখালী বৈদ্যপাড়া সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শীলরত্ন মহাস্থবির, সদ্দর্মদেশক পন্থিছিলা সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শীলজ্যোতি স্থবির, বাড়বকুন্ড বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সংঘকীর্তি ভিক্ষু। তৃতীয় পর্বে ফানুস উত্তোলন, আতশবাজি প্রদর্শনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।