চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন

0
441

হাফিজুর রহমান কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গা জেলা প্রসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন  হয়েছে। এতে মানিক আকবর (কালর কণ্ঠ ও ইনডিপেনডেন্ট টিভি) সভাপতি ও আরিফুল ইসলাম ডালিম (যমুনা টিভি) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত ভাটগ্রহণ চলে।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সাধারণ সম্পাদক পদ কামরুজ্জামান সেলিম (সংবাদ প্রতিদিন), সাংগঠনিক সম্পাদক পদে জাহিদ জীবন (ভোরের রানার), অর্থ-সম্পাদক পদে মাহফুজ মামুন (সময় টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক  পদে জিসান আহমদ (ডিবিসি) ও ক্রীড়া সম্পাদক পদে অনিক চক্রবর্তী (বার্তা টয়টিফার ডট কম) নির্বাচিত হয়েছেন। এছাড়া বিনাপ্রতিদ্বদ্বীতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদ শরীফ হাসান (মানবকণ্ঠ), দপ্তর সম্পাদক পদে নাসির উদ্দীন জায়ার্দ্দার (সন্ধ্যাবাণী), তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে মেহেদী হাসান (বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন) এবং কার্য নির্বাহী সদস্য পদে আনায়ার হোসেন (সম্পাদক-সাপ্তাহিক চুয়াডাঙ্গা দর্পণ), জাহিদুল ইসলাম (ঢাকার ডাক) ও জামান আখতার (বাংলাদশ প্রতিদিন)।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. বেলাল হোসেন দুপুরে ক্লাব সদস্যদর উপস্তিতে ফলাফল ঘােষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here