রাজিব আহমেদ, শাহজাদপুর প্রতিনিধি: গতকাল ঢাকার নয়া পল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সিরাজগঞ্জ ৬ বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী শাহজাদপুর পৌর বিএনপির সভাপতি কেএম তরিকুল ইসলাম আরিফ সহ শাহজাদপুর উপজেলা বিএনপি’র ৫ জন নেতা কর্মীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী ।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকালে নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে উত্তোলিত মনোনয়ন ফর্ম নেতাকর্মীদের সাথে নিয়ে জমা দেওয়ার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আটক করে নিয়ে যায় । এসময় তার সাথে আরো আটক করা হয় শাহজাদপুর থানা যুবদলের সভাপতি ফিরোজ হাসান ফাইট, উপজেলা বিএনপি নেতা শামীম হোসাইন ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ তুষার সহ সাত জন।
নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নাশকতা মামলায় তাদের আটক দেখায় পুলিশ। এই ঘটনায় শাহজাদপুর উপজেলা বিএনপি’র নেতাকর্মীরা অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন।