খবর৭১:সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় বেসামরিক লোকজনের প্রাণহানির ঘটনার প্রতিবাদ জানিয়ে জাতিসংঘকে চিঠি দিয়েছে তুরস্ক। পূর্বাঞ্চলীয় দেইর আজ-জোরপ্রদেশের হাজিন অঞ্চলে মার্কিন হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেছে তুরস্ক।
সিরিয়ার বিভিন্ন অঞ্চলে শুধু মার্কিন বাহিনীই নয়, রাশিয়া ও আসাদ সরকারের বাহিনী এবং তুরস্কও হামলা চালায়। এতে প্রচুর বেসামরিক মানুষের প্রাণহানী ঘটেই চলেছে। মার্কিন নেতৃত্বাধীন কথিত সন্ত্রাসবিরোধী জোটের জঙ্গিবিমান গত শুক্রবার রাতে হাজিন অঞ্চলে বোমাবর্ষণ করে। এতে ২৬ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে বলে জানা যায়।
সম্প্রতি তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো পৃথক চিঠিতে মার্কিন হামলার প্রতিবাদ জানিয়েছে।
মার্কিন নেতৃত্বাধীন বাহিনী যাতে আর জাতিসংঘের অনুমতি ছাড়া এ ধরনের হামলা চালিয়ে বেসামরিক নাগরিকদের হত্যা করতে না পারে, সে ব্যবস্থা নেয়ার জন্য চিঠিতে অনুরোধ জানানো হয়।
খবর৭১/জি