খবর৭১:বিশ্বে আয়কর প্রদানকারীদের মধ্যে শীর্ষে অবস্থান করছে বেলজিয়ামের নাগরিকরা। বেলজিয়ামবাসীর আয়কর আদায়ের হার ৫৪ শতাংশ।
সম্প্রতি এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।
অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বা অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) ‘ট্যাক্সিং ওয়েজেস ২০১৮’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।
বেলজিয়ামের পর এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি। দেশটিতে এ খাত থেকে আদায় হয় ৪৯ দশমিক ৪ শতাংশ। তৃতীয় স্থানে থাকা হাঙ্গেরির আয়কর আদায় হয় ৪৮ দশমিক ২ শতাংশ। তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। আদায়ের হার ৪৮ দশমিক ১ শতাংশ। ওইসিডির তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ইতালি। দেশটিতে আয়কর আদায়ের হার ৪৭ দশমিক ৮ শতাংশ।
প্রতিবেদনে আয়কর আদায়ে শীর্ষ দশ দেশের একটি তালিকা দেয়া হয়েছে। এক নজরে আয়কর আদায়ের শীর্ষ ১০ দেশ হলো-
১. বেলজিয়াম
২. জার্মানি
৩. হাঙ্গেরি
৪. ফ্রান্স
৫. ইতালি
৬. অস্ট্রিয়া
৭. ফিনল্যান্ড
৮. চেক প্রজাতন্ত্র
৯. সুইডেন
১০. স্লোভেনিয়া।
খবর৭১/জি