খবর৭১:ইয়েমেনের হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত হোদেইদার দখল নিতে সৌদি সমর্থিত সরকারি বাহিনীর সাথে হুতিদের ব্যাপক সংঘর্ষ চলছে। সংঘাত আবাসিক এলাকার রাস্তায় ছড়িয়ে পড়েছে।
এতে কমপক্ষে ৪৩ জন হুথি বিদ্রোহীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
সৌদি জোটের সৈন্যরা হোদেইদার পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ নিতে সেখানকার আবাসিক এলাকার রাস্তায় ঢুকে পড়েছে। ফলে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিয়ে শংকা তৈরি হয়েছে।
কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ ইয়েমেনের বন্দরনগরী হোদেইদায় গত ১০ দিন ধরে উভয়পক্ষের মধ্যে যুদ্ধ চলছে। এতে দু’পক্ষেরই বহু লোক মারা গেছে। হুতি বিদ্রোহীরা ২০১৪ সাল থেকে হোদেইদা নিয়ন্ত্রণ করছে। তবে এবার সৌদি জোটের প্রচণ্ড আক্রমণের মুখে শীঘ্রই বন্দরের নিয়ন্ত্রণ সৌদি জোটের হাতে যাচ্ছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
খবর৭১/জি