পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ
ইসলামী ব্যাংক পাইকগাছা শাখার উদ্যোগে আর্থিক অন্তভুর্ক্ত কার্যক্রম এর অংশ হিসেবে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে পাইকগাছা সরকারি কলেজ মিলনায়তনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির বরণ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হেড অব জোন মাকসুদুর রহমান মিলন। স্বাগত বক্তব্য রাখেন, পাইকগাছা শাখার ব্যবস্থাপক মোঃ মঞ্জুরুল ইসলাম। বক্তব্য রাখেন, সিনিয়র প্রিন্সিপাল কর্মকর্তা শহিদুর রহমান শাহীন, কর্মকর্তা শহিদুল ইসলাম ও শেখ আব্দুস সালাম, সহকারি অধ্যাপক শ্যামল দেবনাথ, শহিদুল ইসলাম, মিজান, প্রভাষক আব্দুর রাজ্জাক বুলি ও মাসুদুর রহমান মন্টু। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে হিসাব ফরম বিতরণ করা হয়।