২০২৩ সালেই শুক্রে মহাকাশযান পাঠাবে ভারত

0
387

খবর৭১:মঙ্গল গ্রহে মহাকাশযান পাঠানোর পর এবার ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র (ইসরো)-র নজরে পড়েছে সৌরজগতের আরেক গ্রহ শুক্র।

জানা গেছে, সব ঠিক থাকলে ২০২৩ সালেই শুক্রে মহাকাশযান পাঠাবে ভারত।

প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে, শুক্রের কাছে পৌঁছে একটি নির্দিষ্ট কক্ষপথে এই গ্রহকে প্রদক্ষিণ করবে ভারতীয় মহাকাশযান।
শুক্রের সঙ্গে এই মহাকাশযানের ন্যূনতম দূরত্ব হবে পাঁচশ কিলোমিটার, আর সর্বাধিক দূরত্ব হবে প্রায় ৬০ হাজার কিলোমিটার।

আপাতত শুক্রে অভিযান নিয়ে জোর কদমে মাঠে নেমে পড়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। যদিও মহাকাশযানের ওজন কত হবে, তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি ভারতীয় বিজ্ঞানীরা।

তবে মোট একশ কেজি ওজনের যন্ত্রাংশ নিয়ে এই মহাকাশযান শুক্র অভিযান শুরু করবে, তা ঠিক করে ফেলেছেন ইসরোর মহাকাশ বিজ্ঞানীরা।

শুক্রের কাছে পৌঁছে কী ধরনের নতুন পরীক্ষা নিরীক্ষা চালানো যেতে পারে, তা নিয়ে সারা পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মহাকাশ গবেষণা সংস্থা এবং গবেষকদের কাছে প্রস্তাব পাঠানোর অনুরোধ জানানো হয়েছে ইসরোর পক্ষ থেকে।

ভারতের পক্ষ থেকে বেশ কয়েকডজন পরীক্ষা নিরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে ইসরো। তার পাশাপাশি, বাইরের দেশের বিভিন্ন সংস্থাকেও গবেষণা চালানোর সুযোগ করে দিতে চায় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। সে কারণে প্রস্তাব চাওয়া হচ্ছে ইসরোর পক্ষ থেকে।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here