নান্দাইলে মাধ্যমিক শিক্ষক সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত

0
335

এবি সিদ্দিক খসরু, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পরিচিতি সভা বৃহস্পতিবার উপজেলা পরিষদ নতুন হলরুমে অনুষ্ঠিত হয়েছে। নান্দাইল মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত সভাপতি সুলতান আহম্মেদের সভাপতিত্বে নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মো. মোসলেহ উদ্দিন ও শিক্ষক নেতা রিপন মাস্টারের সঞ্চালনায় পরিচিতি সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নান্দাইল পৌর মেয়র মো. রফিক উদ্দিন ভূইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রুকন উদ্দিন, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. কামরুল ইসলাম মিঞা, নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক মোঃ এনামুল হক বাবুল সহ নব-নির্বাচিত নেতৃবৃন্দ। অনুষ্ঠানে নব-নির্বাচিত কার্যকরি কমিটির ২৫জন সদস্যকে প্রধান অতিথি মোঃ আনোয়ারুল আবেদীন খান তুহিন সহ অন্যান্য অতিথিগণ ফুলের তোঁড়া দিয়ে বরণ করেন। অনুষ্ঠানে নান্দাইল উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here