কুড়িগ্রাম প্রতিনিধি:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-৪ আসনের আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী চিলমারীর কৃতি সন্তান বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সদস্য শেখ জাহাঙ্গির আলম গনসংযোগ করেছেন। ০২ নভেম্বর সকাল ১০ টায় চিলমারী উপজেলার বালাবাড়ী হাট থেকে শুরু করে বিভিন্ন এলাকায় বিশাল মোটর সাইকেল বহর নিয়ে গনসংযোগ করে। এ সময় তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিতে আহ্ববান জানান এবং আগামি নির্বাচনে যেন তিনি দলীয় মনোনয়ন পান সে জন্য সবার কাছে দোয়া কামনা করেন। পরে সর্বস্তরের জনগনের সাথে কুশল বিনিময় ও মতবিনিময় করেন। এ সময় স্থানীয় আওয়ামীলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।