জহিরুল ইসলাম মৃধা সোনারগাঁও(নারায়ণগঞ্জ)প্রতিনিধি ঃ প্রয়োজনীয় কাগজপত্র না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত সোনারগাঁ সেবা হাসপাতাল ও সেবা জেনারেল হাসপাতাল মালিককে সোমবার জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর ইসলাম জানান, উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় দুটি হাসপাতালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সেবা জেনারেল হাসপাতাল (নতুন) মালিককে ১০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় সোনারগাঁ সেবা হাসপাতাল (পুরাতন) মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
খবর৭১/ইঃ