শেখ কাজিম উদ্দিন, বেনাপোল প্রতিনিধি : বেনাপোল সীমান্ত এলাকা থেকে ৪০ টি স্বর্ণের বারসহ (৫ কেজি) সজিব (১৯) নামে এক স্বর্ণ পাচারকারিকে আটক করেছেন ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) টহল দল। আটককৃত আসামী যশোর জেলার শার্শা থানাধীন বাকপাড়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে।
শুক্রবার (২৬ অক্টোবর) সকাল ৮ টায় বেনাপোল সীমান্তের বারোপোতা বাজার থেকে এ স্বর্ণের চালানসহ তাকে আটক করা হয়।
এ বিষয়ে ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুল হক, পিবিজিএম জানান গোপন সংবাদের ভিত্তিতে ২৬ অক্টোবর ২০১৮ তারিখ সকাল ৮ ঘটিকায় বেনাপোল কোম্পানী সদরের নায়েক মোঃ তরিকুল ইসলাম এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে বাংলাদেশ হতে ভারতে পাচারের উদ্দেশ্যে বারপোতা বাজার হতে মোটরসাইকেলযোগে গমনের সময় ৪০ টি স্বর্ণেরবার (৫ কেজি) ও একটি মোটর সাইকেলসহ ০১ জন আসামীকে আটক করে। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ২,৫০,০০,০০০/- (দুই কোটি পঞ্চাশ লক্ষ) টাকা। আটককৃত আসামীকে স্বর্ণসহ মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
খবর৭১/এসঃ