নড়িয়ায় এনামুল হক শামীমের পক্ষে গণসংযোগ

0
366

শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এবং নৌকা মার্কার পক্ষে গনসংযোগ, প্রচারপত্র বিতরণ ও পথসভা এবং মিছিল করে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং জনপ্রতিনিধিরা। শুক্রবার দিনব্যাপী নড়িয়া উপজেলার ভূমখাড়া, চাকধ বাজার, গৌরাঙ্গ বাজার, কালাইয়েক টেক বাজার কেদারপুর, মুলফৎগঞ্জ, চন্ডিপুর নতুন বাজার ও পুরান বাজার এলাকায় এ কর্মসূচি করা হয়। এতে অংশগ্রহণ করেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও নড়িয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজ্বী ওহাব বেপারী, নড়িয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক জহির সিকদার, উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির বেপারী, মহিলা ভাইস-চেয়ারম্যান নাজমা মোস্তফা, ভূমখাড়া ইউপি চেয়ারম্যান ডিএম শাহজাহান সিরাজ, জেলা পরিষদের সদস্য আলমগীর হোসেন, কেদারপুর ইউপির সাবেক চেয়ারম্যান ইমাম হোসেন দেওয়ান, যুবলীগ নেতা ভিপি মামুন মোস্তফা, ডিঙ্গামানিক ইউপির প্যানেল চেয়ারম্যান মনির হোসেন সুমন, ইউপি সদস্য বিল্লাল, নারী নেত্রী আসমা আক্তার, ছাত্রলীগ নেতা এনামুল সহ স্থানীয় বিপুলসংখ্যক নেতাকর্মীরা।

এসময় তারা আবারও আগামী একাদশ সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার নির্বাচিত করতে নৌকা মার্কায় ভোট দিতে ভোটারদের অনুরোধ জানান।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here