খবর৭১: আকস্মিক বন্যার পানিতে ভেসে গেছে জর্ডানের ডে সির একটি স্কুল বাস। আর এ ঘটনায় কমপক্ষে ১৮ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
টানা বৃষ্টির কারণে গতকাল বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, স্কুল বাসটিতে ৩৭ জন শিক্ষার্থী এবং সাতজন স্টাফ ছিলেন। তারা জারা মাইন এলাকার দিকে যাচ্ছিলেন।
এ ব্যাপারে কর্মকর্তারা জানিয়েছেন, আকস্মিক বন্যার পানিতে বাসটি পানিতে ভেসে গেলে বেশ কয়েকজন প্রাণ হারায়। উদ্ধার অভিযান চলছে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই এলাকা থেকে এখন পর্যন্ত ৩৪ জনকে উদ্ধার করা হয়েছে। এই উদ্ধার অভিযানে কাজ করছে সেনা সদস্যরা।
দেশটির পুলিশ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ফরিদ আল সাহারা সরকারী টেলিভিশনকে বলেছেন, উদ্ধারকৃতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। খবর রয়টার্স।
খবর৭১/জি