খবর ৭১ঃ সাংবাদিক জামাল খাসগীর হত্যাকাণ্ডকে গুরুতর অপরাধ বলেছেন সৌদি ক্রাউন প্রিন্স। তিনি আরো বলেন এই হত্যাকাণ্ডের ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য তুরস্ককে সহযোগিতা করা হবে। সাংবাদিক জামাল খাসগীর হত্যাকাণ্ডের পর এ নিয়ে প্রথম বক্তব্যে ক্রাউন প্রিন্স একথা বলে। তিনি আরো বলেন, এই অপরাধে সৌদি সকল নাগরিক খুব ব্যথিত হয়েছেন। এই ঘটনাটি অত্যন্ত কষ্টকর এবং গুরুতর অপরাধ। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আরো বলেন, এই হত্যাকাণ্ডের ন্যায়বিচার পেতে আগামী তদন্তে সাহায্য করা হবে।
গত ২ অক্টোবর তুরস্কের সৌদি দূতাবাসে প্রবেশের পর থেকে খাসগীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সৌদি প্রিন্স দাবি করছেন এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তুরস্কের কর্তৃপক্ষের সাথে কাজ করে যাচ্ছে সৌদি আরব। আন্তর্জাতিকভাবে ব্যাপক চাপের মুখে পড়ে সৌদি যুবরাজ এই প্রথম সাংবাদিক জামাল খাসগীর নিখোঁজ হওয়া নিয়ে মুখ খুললেন।