আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদের ৩টি হল রুম, শহীদ মিনার সরকারী প্রাথমিক বিদ্যালয় ও সুন্দরগঞ্জ ডিডব্লিউ সরকারী কলেজসহ ৫টি ভেন্যুতে প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্য থেকে প্রত্যেক ইউনিয়নের ৩৬ জন করে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মোট ৫’শ ৪০ জন সদস্য প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। এতে রিসোর্স পার্সন হিসেবে ছিলেন- দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অতিরিক্ত সচিব- হারুন-অর-রশীদ, নূরুন্নাহার চৌধূরী, উপ-সচিব- লুৎফুন্নাহার, রাহিমা আক্তার ও সহকারী প্রকৌশলী- তাজকীয়া আহম্মদ। এসময় ছিলেন- কোর্চ পরিচালক ও উপজেলা নির্বাহী অফিসার- সোলেমান আলী, সমন্বয়ক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা- নূরুন্নবী সরকার।
খবর৭১/এসঃ