বেগম জিয়ার মুক্তির দাবীতে- ময়মনসিংহ উত্তর জেলা জাতীয়তাবাদী নবীন দলের বিক্ষোভ মিছিল

0
383

এবি সিদ্দিক খসরু ,নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও ষড়যন্ত্রমূলকভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি’র নেতৃবৃন্দের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে ময়মনসিংহ উত্তর জেলা জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে শুক্রবার (১৯অক্টোবর) ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহাসড়কের কানারামপুর নামক স্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল ময়মনসিংহ উত্তর জেলা শাখার সভাপতি এডভোকেট মো: আশিক আহমেদ এর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদার, সাধারন সম্পাদক মো: সোহেল রানা, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো: রায়হানুল ইসলাম রাজু ও ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদ আহমেদ আকন্দ প্রমুখ। উক্ত বিক্ষোভ মিছিলে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল ময়মনসিংহ উত্তর জেলা শাখার নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here