ছাতকে পূজা মন্ডপ পরিদর্শনে এমপি, জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তা

0
463

হাবিবুর রহমান নাসির, ছাতক প্রতিনিধিঃ
ছাতকের বিভিন্ন পূজা মন্ডপ পরির্দশন করেছেন এমপি, উপজেলা চেয়ারম্যান, মেয়রসহ প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। বুধবার সন্ধ্যায় মহা অষ্টমী পূজায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে তারা উৎসব কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। সন্ধ্যায় উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। পরিদর্শনকালে তিনি বলেন, বর্তমান সরকার সকল ধর্মের মানুষ ও ধর্মীয় উৎসবকে সমান গুরুত্ব দিয়ে যাচ্ছে। প্রত্যেক উপজেলা মডেল মসজিদ নির্মানে সরকারের প্রস্তুতির কথা উল্লেখ করে তিনি বলেন স্বাধীনতার পরে ছাতক-দেয়ারায় হাতেগোনা কয়েকটি পূজা অনুষ্ঠিত হতো। বর্তমানে ছাতক-দোয়রায় অর্ধশতাধিক মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। আগামী নির্বাচনে আবারো নৌকা প্রতীকে ভোট প্রদানের কথা বলে তিনি বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন ও সকল ধর্মের উৎসবকে সমান গুরুত্ব দেয়া হয়। এসময় ছাতক পৌরসভার প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, আওয়ামীলীগ নেতা সৈয়দ আহমদ, আফজাল হোসেন, বাবুল রায়, সাব্বির আহমদসহ আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ সাথে ছিলেন। সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন পৌর শহরসহ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। এসময় বিএনপি নেতা আব্দুর রহমান, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, জেলা স্বেচ্ছাসেবকদলের সহ সভাপতি বাকী বিল্লাহ, বিএনপি নেতা জাহেদুল ইসলাম আবাব, আব্দুল আলিম, মেহেদী হাসান সোনা মিয়া, সুলেমান মিয়া, জেলা যুবদল নেতা খায়ের উদ্দিন, তারেক আহমদ, লিজন তালুকদার, উপজেলা যুবদলের জয়নাল আবেদীন রফিক, ছাত্রদল নেতা আরফ বিল্লাহ, হাবিবুর রহমান রাসেদ, আব্দুল মুনিম মামনুন, ইজাজুল হক রনি প্রমুখ সাথে ছিলেন। এদিকে স্বস্ত্রীক সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান বিপিএম ও সুনামগঞ্জের পুলিশ সুপার বরকতুল্লাহ খান বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও আইন-শৃঙ্খলা বিষয়ে খোঁজ-খবর নেন। পরিদর্শনকালে সিনিয়র সহকারী পুলিশ সুপার, ছাতক সার্কেল দুলন মিয়া, ওসি আতিকুর রহমানসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ সাথে ছিলেন। ছাতক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল সীমান্তবর্তী ধনিটিলা পূজা মন্ডপসহ উপজেলার বিভিন্ন মন্ডপ পরিদর্শন উৎসব কমিটির নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেন। এসময় উপজেলা যুবলীগ নেতা কাওসার আহমদসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পৌরসভার কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতৃবৃন্দকে সাথে নিয়ে শহরের পূজা মন্ডপগুলো পরিদর্শন করেন পৌর মেয়র আবুল কালাম চৌধুরী। পরিদর্শনকালে তিনি উৎসবের বিভিন্ন দিক নিয়ে পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিমিয় করেন এবং ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি মন্ডপে অনুদান হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, আওয়ামীলীগ নেতা শাহীন চৌধুরী, পৌর কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ, দেলোয়ার হোসেন, লিয়াতক আলী, ধন মিয়া, নওশাদ মিয়া, সুদিপ দে, মহিলা কাউন্সিলর মিলন রানী, তাসলিমা জান্নাত কাকলী, মুক্তিযোদ্ধা অজয় ঘোষসহ নেতৃবৃন্দ সাথে ছিলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচে সুনামগঞ্জ-৫ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক শামীম আহমদ চৌধুরী দলীয় নেতা-কর্মী নিয়ে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন এবং প্রত্যেক মন্ডপে নগদ অর্থ অনুদান হিসেবে প্রদান করেন। এসময় তার সাথে জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আজমল হোসেন সজল, আওয়ামীলীগ নেতা শাহীন আহমদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান, সাইফুল ইসলাম, অদুদ আলম, আওয়ামীলীগ নেতা এবাদুল হক এমাদ, নুর উদ্দিন, কামাল উদ্দিন, আনোয়ার হোসেন, যুবলীগ নেতা পংকজ চৌধুরী, ফজলে রাব্বী জনি, নজরুল চৌধুরী, মঞ্জু মিয়া, খোকন মিয়া, ছাত্রলীগ নেতা জামায়েল আহমদ ফরহাদ, রিয়াদ আহমদ চৌধুরী, মাহির চৌধুরী, আব্দুল কাদির তালুকদারসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ। ছাতক উপজেলা নির্বাহী অফিসার আবেদা আফসারী, সহকারী কমিশনার (ভুমি) সোনিয়া সুলতানাসহ সরকারী কর্মকর্তাবৃন্দ পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here