উত্তরখানের অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৫

0
248

খবর৭১:রাজধানীর উত্তরখানের ব্যাপারীপাড়া এলাকার একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ ডাবলু মোল্লা (৩৩) নামে আরও একজনের মৃত্যু হয়ে। এ নিয়ে শনিবারের (১৩ অক্টোবর) অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারে পাঁচজনের মৃত্যু হলো।

বুধবার (১৭ অক্টোবর) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ডাবলু মোল্লার মৃত্যু হয়। তার শরীরের ৬৫ শতাংশ পুড়েছিল।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল মঙ্গলবার (১৬ অক্টোবর) রাতে আগুন লাগার ওই ঘটনায় আফরোজা আক্তার পূর্ণিমা (৩০) নামে এক নারীর মৃত্যু হয় তার শরীরের ৮০ শতাংশ পুড়েছিল। রোববার মারা যান পূর্ণিমার মা সুফিয়া বেগম (৫০)।

এর আগে ১৩ অক্টোবর শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সুফিয়ার ভাতিজা আজিজুল ইসলাম (২৭) মারা যান। পরে ওই দিন সন্ধ্যায় মারা যান তার স্ত্রী মুসলিমা (২০)।

আগুনে দগ্ধ হয়ে আরও তিনজন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।

তারা হলেন- পূর্ণিমার ছেলে সাগর (১২), সুফিয়ার ভাতিজি ও আজিজুলের বোন আঞ্জু আরা (২৫) ও তার ছেলে আব্দুল্লাহ সৌরভ (৫)।

শনিবার ভোরে ব্যাপারিপাড়া এলাকায় তিনতলা এক বাড়ির নিচ তলায় ওই অগ্নিকাণ্ডে একই পরিবারের নারী ও শিশুসহ আটজন দগ্ধ হন।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here