জাতীয় অর্থনৈতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন শিক্ষার্থীরা — সৈয়দ তারিকুজ্জামান

0
349

মো. আব্দুল বাছিত
সিফডিয়া, সিলেটঃস্কুলে অধ্যয়নরত শিক্ষার্থীদের তথা ভবিষ্যত প্রজন্মকে শৈশব থেকেই আর্থিক সেবা বিষয়ে সচেতন করে তোলার লক্ষ্যে এবং লীড ব্যাংক পদ্ধতির মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক আর্থিক শিক্ষা ও সেবা কর্মসূচী দেয়ার মহান প্রত্যয় নিয়ে অত্যন্ত আনন্দঘন এবং উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন ২০১৮ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৬ অক্টোবর) সকালে সিলেট নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে আয়োজন করে সিলেট জেলার সকল তফসিলী ব্যাংকের আয়োজনে এই বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন হয়। ‘ভবিষ্যতের জন্য স য়’ শ্লোগানকে ধারণ করে এনআরবি ব্যাংক লিমিটেডের উদ্যোগে এবং বাংলাদেশ ব্যাংকের সার্বিক সহযোগিতায় স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন বেলুন উড়িয়ে দেয়ার মাধ্যমে উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংক, সিলেট-এর নির্বাহী পরিচালক সৈয়দ তারিকুজ্জামান। এর পরে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি রিকাবীবাজার পয়েন্ট হয়ে চৌহাট্টা প্রদক্ষিণ করে অডিটোরিয়ামে এসে আলোচনা সভায় মিলিত হয়। এনআরবি ব্যাংক লিমিটেড-এর ডিএমডি সাদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি সৈয়দ তারিকুজ্জামান বলেন, স্কুল ব্যাংকিং-এর মাধ্যমে শুধুমাত্র শিক্ষার্থীরা স য় করছেন না, তাদের স য়কৃত টাকা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু সিলেটের শিক্ষার্থীরা স্কুল ব্যাংকিং-এর দিক থেকে অনেক পিছিয়ে আছে। এটাকে আরো বৃদ্ধি করতে হবে। একটি উন্নত ও সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে এসডিজি বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। তিনি জাতীয় অর্থনৈতিক কর্মকান্ডে অন্তর্ভূক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করার জন্য শিক্ষার্থীদের প্রতি ব্যাংক হিসাব খোলার জন্য দিক-নির্দেশনা প্রদান করেন।
এনআরবি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও স্কুল ব্যাংকিং কার্যক্রম-এর প্রধান সমন্বয়কারী প্রশান্ত কুমার সিংহের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক, সিলেট-এর মহাব্যবস্থাপক জীবন কৃষ্ণ রায়, বাংলাদেশ ব্যাংক, সিলেট-এর যুগ্ম পরিচালক মোজতবা রুম্মান চৌধুরীর স ালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক মো. আব্দুল হাসিব, এনআরবি ব্যাংক লিমিটেডের হেড অব ব্রাে স মোহাম্মদ গোলাম নকীব, ইসলামী ব্যাংক সিলেট শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মনিরুল ইসলাম, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ইভিপি কাজী মোতাহার হোসেন, অগ্রণী ব্যাংকের এজিএম মোর্শেদা আক্তার, এবি ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুস সালাম, ঢাকা ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও রিজোনাল হেড মো. আজাদ উদ্দিন, বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের সহকারী পরিদর্শক জাহিদুল হক সিদ্দিকী, শাহজালাল ইউনিভার্সিটি স্কুলের মাওলানা কমর উদ্দিন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন বাংলাদেশ ব্যাংক স্কুলের ছাত্র ইমরুল হাসান ইমু, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ-এর ছাত্রী শবনম জুলি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বাংলাদেশ ব্যাংক মসজিদের ইমাম মাওলানা আবুল কাশেম।স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন ২০১৮ উপলক্ষে বিভিন্ন ব্যাংকের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিতরণীতে সিলেটের ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৩০জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বর্ণাঢ্য এই আয়োজনে সিলেট জেলার সকল তফসিলী ব্যাংকসহ সিলেটের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে স্কুল ব্যাংকিং নীতিমালার আওতায় শিক্ষার্থীদেরকে ব্যাংক হিসাব খোলা এবং আর্থিক সেবায় সম্পৃক্ত হবার জন্য আহবান জানান।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here