আরিফুল ইসলাম সুজন কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম চিলমারীতে জাতীয় শ্রমিকলীগ এর ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে । ১৯৬৯ সালের ১২ অক্টোবর শ্রমজীবী মানুষের দাবি আদায় ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ সংগঠনটি প্রতিষ্ঠা করেন। দিবসটি পালন উপলক্ষে চিলমারী উপজেলা দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও জাতীর পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন শেষে দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জাতীয় শ্রমিলীগ এর আহ্বায়ক মোঃ নুরল আমিন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি ও উপজেলা চেয়্যারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম। অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার, জাতীয় শ্রমিকলীগের সদস্য সচিব সোহেল রানা স্বেচ্ছাসেবকলীগের সদস্য মমিনুল ইসলাম, মাহমুদুল হাসান বাবু প্রমুখ।
খবর৭১/ইঃ