দুপচাঁচিয়ায় জাতীয় শ্রমিকলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0
367

আবু রায়হান দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
জাতীয় শ্রমিকলীগ এর ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী দুপচাঁচিয়া উপজেলা শাখার আয়োজনে র‌্যালি, আলোচনা সভা ও কেক কর্তনের মধ্য দিয়ে পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকালে আ’লীগ দলীয় কার্যালয় হতে এর র‌্যালি বের হয়। পরে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আব্দুস সামাদ আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফ আলীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আব্দুস ছালাম। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জার্মান আ’লীগের উপদেষ্টা ও বগুড়া-৩ আসনের আ’লীগের মনোনয়ন প্রত্যাশী আসাদুর রহমান খন্দকার লাইজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় শ্রমিকলীগের সহসভাপতি আলমগীর হোসেন আলম, সাংগঠনিক সম্পাদক নূর খান, উপজেলা আ’লীগের সহসভাপতি আমিনুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আ’লীগ নেতা আব্দুস সামাদ, উপজেলা আ’লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম, সরওয়ার খান, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক এসএম খান বাদশা, পৌর শ্রমিকলীগের আহবায়ক রোকনুজ্জামান সোহেল, তালোড়া পৌর শ্রমিকলীগের সভাপতি রিপন প্রামানিক প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগের সহসভাপতি আজিম উদ্দিন মিস্ত্রী প্রমুখ। পরে অতিথিবৃন্দ প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here