বানিয়াচঙ্গে যুবকের বিষপানে আত্মহত্যা

0
381

মঈনুল হাসান রতন হবিগঞ্জ প্রতিনিধিঃহবিগঞ্জের বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামে পছন্দের পাত্রিকে বিয়ে করতে না পেরে এনামুল হক (২২) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে।বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ সদর আধুনীক হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।এর আগে সকালে সকলের অগোচরে সে বিষপান করে বাড়িতে ছটপট করতে থাকে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টায় সে মারা যায়।সূত্র জানায়, পার্শ্ববর্তী গ্রামে এক যুবকের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ওই মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে যাওয়ায় সে মানসিকভাবে ভেঙ্গে পড়ে। পরিবারের ধারণা এ কারণে সে আত্মহত্যা করে।হবিগঞ্জ সদর থানার পুলিশ লাশের ছুরতহাল রিপোর্ট তৈরি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।হবিগঞ্জ সদর থানার ওসি সহিদুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here