লালমনিরহাটে জাপা থেকে মনোনয়নের দাবীতে গণমিছিল

0
342

আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাটঃ জাতীয় পার্টি জেলা কমিটির সদস্য ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ একেএম মাহাবুবুল আলম মিঠুকে মনোনয়ন দেওয়ার দাবিতে লালমনিরহাটে তৃণমুল পর্যায়ের হাজার হাজার নেতাকর্মীরা গণমিছিল করেছে। মঙ্গলবার (৯ অক্টোবর) দুপুরে লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এক বিশাল গণমিছিল নিয়ে শহর প্রদক্ষিণ শেষে মিশনমোড় চত্তরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গণমিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন জাপা থেকে মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ একে এম মাহাবুবুল আলম মিঠু। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জাপা নেতা সাইফুল ইসলাম, লিপু পাটোয়ারী, মমিনুল ইসলাম পাটোয়ারী বকুল প্রমুখ। সমাবেশে অধ্যক্ষ মিঠুকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে বক্তারা বলেন, মিঠুকে মনোনয়ন না দিয়ে অন্য কাউকে দেওয়া না হলে তা প্রতিহত করা হবে, এই আসনে জাতীয় পার্টির কোন গণসংযোগ চালাতে দেওয়া হবে না। গণমিছিলে তৃনমুল পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। উল্লেখ্য, আগামী একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের লালমনিরহাট-৩ আসন থেকে নির্বাচন করার দলীয় সিদ্ধান্ত গ্রহন করার পর থেকে সদর উপজেলা জাতীয় পার্টি দুই ভাগে বিভক্ত হয়ে সভা-সেমিনার ও নির্বাচনী প্রচারনা শুলু করে। এরই প্রেক্ষিতে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ দলীয় শৃংখলা ভংগের অভিযোগে পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ একেএম মাহবুবুল আলম মিঠুকে পার্টির জেলা সদস্যপদ রেখে কেন্দ্রীয় সাংগঠনিক পদ থেকে অব্যহতি প্রদান করেন।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here