সোনারগাঁওয়ে মা ইলিশ শিকারের দায়ে ৬ জেলের জরিমানা

0
417

সোনারগাঁও(নারায়ণগঞ্জ)প্রতিনিধি ঃ নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ মাছ শিকারের দায়ে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে
৮ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। পরে মঙ্গলবার ৬ জেলের প্রত্যেককে ২ হাজার টাকা জরিমানা দুজনকে এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, উপজেলার মেঘনা নদীতে অবৈধভাবে মা ইলিশ শিকার করার সময় বৈদ্যেরবাজার নৌ পুলিশ অভিযান চালিয়ে সূর্য দাস, মহি উদ্দিন, কামাল হোসেন, জিলানী মিয়া, ইকবাল হোসেন, বাহা উদ্দিন সহ তাদেরকে আটক করে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিএম রুহুল রিমন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানা করা হয় এবং নুর আলম ও হযরত আলীকে এক মাসের কারাদন্ড প্রদান করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৬০ হাজার মিটার জাল ও ১৫ কেজি ইলিশ জব্দ করে। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস ও ইলিশ এতিম খানায় বিতরণ করা হয়।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here