সোনারগাঁওয়ে জাতীয় কন্যা শিশু ও বাল্যবিবাহ দিবসের মানববন্ধন

0
471

সোনারগাঁও(নারায়ণগঞ্জ)প্রতিনিধি ঃ ‘থাকলে কন্যা সুরক্ষিত, দেশ হবে আলোকিত’ প্রতিপাদ্য বিষয় নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কন্যা শিশু ও বাল্য বিবাহ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে সোনারগাঁও উপজেলা পরিষদ এলাকায় আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীনুর ইসলাম।
সোনারগাঁও উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করেন। সোনারগাঁও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিবি তহুরার সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সাবিকা সুলতানা, সোনারগাঁও পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ।
মানববন্ধন কর্মসূচীতে সোনারগাঁও জি আর ইনষ্টিটিউশন স্কুল এন্ড কলেজ, সোনারগাঁও পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়সহ অন্যান্য স্কুলের শিক্ষার্থী ও বিভিন্ন সমিতির নারী সদস্যরা অংশ নেন।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here