সাকিবকে নিয়ে দুশ্চিন্তার কিছু নেই

0
315

খবর৭১ঃমেলবোর্নের অর্থোপেডিক সার্জন প্রফেসর গ্রেগ হয়কে নিজের বাঁ হাতের আঙুল দেখিয়েছেন সাকিব আল হাসান। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গ্রেগ জানিয়েছেন সব কিছু ঠিক আছে। দুশ্চিন্তার কোনো কারণ নেই।

বিভিন্ন পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর সাকিব জানিয়েছেন, ‘রিপোর্টে কোনো সমস্যা ধরা পড়েনি। ইনফেকশন নিয়ন্ত্রণে আছে। খেলার জন্য পুরোপুরি ফিট হতে সময় লাগবে।’

আগামী রোববার পর্যন্ত সাকিবকে হাসপাতালে থাকতে হবে। তবে ব্যাট হাতে নিতে অপেক্ষা করতে হবে মিনিমাম তিন মাস। এই সময়ের মধ্যে ব্যথা কমে গেলে তখন বোঝা যাবে হাতে অস্ত্রোপচার লাগবে কি না। যদি ব্যথা থেকে যায় তাহলে অস্ত্রোপচারের বিকল্প নেই।

গত জানুয়ারিতে ঘরের মাঠে শ্রীলংকা এবং জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আঙুলে চোট পান সাকিব। সেই চোট নিয়েই দলের স্বার্থে খেলেছেন। সর্বশেষ এশিয়া কাপেও তার চোট নিয়ে অনেক কথা হয়।

সাকিব চেয়েছিলেন এশিয়া কাপের আগেই আঙুলের অস্ত্রোপচার করাতে। কিন্তু টিম ম্যানেজমেন্টের চাওয়া অনুসারে এশিয়া কাপ শেষে অস্ত্রোপচার করাতে রাজি হন সাকিব।

কিন্তু এশিয়া কাপ খেলতে গিয়ে আঙুলের মারাত্মক আকার ধারণ করে। যে কারণে টুর্নামেন্ট চলা অবস্থায় দুবাই থেকে দেশে ফেরত আসেন দেশসেরা এ অলরাউন্ডার। উন্নত চিকিৎসার জন্য সাকিব এখন অস্ট্রেলিয়া আছেন।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here