উজ্জ্বল রায়, নড়াইল জলা প্রতিনিধি: নড়াইল জলার আইনশখলা উনয়ন শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ছ। মঙ্গলবার (৯ সপ্টম্বর) সকাল ১১টায় নড়াইলর পুলিশ সুপারর কার্যালয়র মিলনায়তন এ সভা অনুষ্ঠিত হয়। নড়াইলর পুলিশ সুপার মাঃ জসিম উদ্দিন, পিপিএম এর সভাপতিত্ব মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দন খুলনা রঞ্জ ডিআইজি মাঃ দিদার আহম্মদ, বিপিএম। এ সময় অন্যান্যর মধ্য উপস্থিত ছিলন, নড়াইলর সদর, লাহাগড়া, কালিয়া ও নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবদ, নড়াইল জলা গায়দা শাখা (ডিবি) পুলিশর পরিদর্শক, নড়াইল জলা বিশষ শাখার ডিআইও-১ প্রমুখ। অনুষ্ঠান নড়াইলর পুলিশ সুপার মাঃ জসিম উদ্দিন, পিপিএম বলন, এলাকার আইশখলার উনয়ন পুলিশর পাশাপাশি সকল স্তরর মানুষর সহযাগিতা দরকার। তাহলই আমরা ভালা থাকত পারবা। এসময় তিনি নড়াইল জলায় মাদক ব্যবসায়ে জড়িতদর ধরিয় দিয় সকলর সহযাগিতা কামনা করন। অপরদিক বাংলাদশ পূজা উদযাপন পরিষদ, নড়াইল জলা শাখার আয়াজন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ছ। মঙ্গলবার (৯ সপ্টম্বর) সকাল বাংলাদশ পূজা উদযাপন পরিষদ, নড়াইল জলা শাখার সভাপতি অশাক কুমার কুন্ডুর সভাপতিত্ব প্রধান অতিথি হিসব উপ¯িত ছিলন নড়াইলর জলা প্রশাসক মাঃ এমদাদুল হক চধুরী। এ সময় অন্যান্যর মধ্য ছিলন নড়াইল জলা পরিষদ চয়ারম্যান মাঃ সাহরাব হাসন বিশ্বাস, নড়াইলর পুলিশ সুপার মাঃ জসিম উদ্দিন, পিপিএম, বাংলাদশ আওয়ামী লীগ, নড়াইল জলা শাখার সভাপতি এ্যাড. সুবাস চদ্র বাস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পর ময়র জাহাঙ্গীর বিশ্বাস, নড়াইল কদ্রীয় টাউন কালীবাড়ির সভাপতি বিজন কুমার সাহা, সমাজসবক শলদ্রনাথ সাহা প্রমুখ। মতবিনিময় সভায় পুলিশ সুপার মাঃ জসিম উদ্দিন, পিপিএম তাঁর বক্তব্য বলন, আসন দুর্গাপূজা উপলক্ষ নড়াইল জলা পুলিশর পক্ষ থক বিভিন নিরাপত্তামূলক কর্মসূচি গ্রহণ করা হয়ছ। পূজা চলাকালীন দিনগুলাত মানুষর নিরাপত্তা বিধানর লক্ষ সাদা পাশাকর পুলিশও নিয়াজিত থাকব বল তিনি জানান।
খবর৭১/ইঃ